ইউপি কার্যালয়ে মারামারি, সদস্যের মৃত্যু

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৭, ২২:৫২

সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সদস্যদের হাতাহাতির পর হৃদরোগে এক ইউপি সদস্য মারা গেছেন। সোমবার বিকাল ৩টায় রামপাশা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

নিহত ইউপি সদস্য তাজ উল্লাহ (৫৫) মনোহরপুর গ্রামের মৃত হাজী জহির আলীর ছেলে। তিনি এ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য।

ওসি জানান, বিকালে রামপাশা ইউনিয়ন পরিষদে সভা চলাকালে চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ চেয়ার ছোঁড়াছুঁড়ি করে হাতাহাতিতে লিপ্ত হন।

এসময় গুরুতর আহত হন ইমাম উদ্দিনের পক্ষের সদস্য তাজ উল্লাহ।

তাকে দক্ষিণ সুরমার নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও প্রতিপক্ষ ইউপি সদস্য ইমাম উদ্দিন আহত হয়েছেন।

এ ঘটনায় চেয়ারম্যান আলমগীর ও ইউপি সদস্য একে অপরের বিরুদ্ধে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

চেয়ারম্যান আলমগীর বলেন, তাকে অকারণে এলাকায় অবাঞ্চিত ঘোষণাসহ ক্ষমতা বলে সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছেন ইমাম উদ্দিন। এ নিয়ে বৈঠক ডাকলে বৈঠকে মেম্বার (ইমাম উদ্দিন) তাকে (চেয়ারমানকে) গালমন্দ করায় হাতাহাতির ঘটনা ঘটে।

ইমাম উদ্দিন মেম্বার বলেন, সমভাবে সরকারি বরাদ্দ বণ্টন না করে চেয়ারম্যান নিজে এককভাবে বরাদ্দ নিতে চান। পরিষদে একক আধিপত্য বিস্তার করতে গিয়ে তিনি তার ও তাজ উল্লার উপর হামলা করেন।

এলাকাবাসীর জানান,রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আলমগীর ও ইউপি সদস্য উপজেলা আ.লীগ নেতা ইমাম উদ্দিন আমতৈল গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

ওসি মনিরুল ইসলাম জানান, আহত তাজ উল্লাহ স্ট্রোক করে হাসপাতালে মারা গেছেন।

এলাকায় উত্তেজনা এড়াতে রামপাশায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :