জামালপুরে বাংলাদেশির লাশ ফেরতের আশ্বাস বিএসএফের

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৬:৫২ | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৭, ১৬:৪৪

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার দুপুরে বালিয়ামারী সীমান্ত বাজার গেটে বিজিবি বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিজিবি জামালপুর ৩৫-ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আতিকুর রহমান।

তিনি বলেন, ২ জুলাই রাতে বালিয়ামারী সীমান্ত এলাকায় ১০৭৬ নং কাছে দুই বাংলাদেশি যুবকের ওপর বিএনএফ জোয়ানরা গুলি করে। এদের মধ্যে আব্দুল হাই (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত এবং সাইফুর ইসলাম (৩০) নামের অপর যুবক নিখোঁজ রয়েছে। এদের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর গ্রামে।

এ ঘটনার পর বিএসএফের সাথে যোগাযোগের পর মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় বালিয়ামারী সীমান্ত বাজার গেটে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ২৬ বিএসএফের ব্যাটালিয়ানের কমান্ডার বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়ানের অধিনায়ক কর্নেল মো. আতিকুর রহমান জানিয়েছেন, ঘটনার দিন ভোর রাতে দুই দেশীয় গরু চোরাকারবারীরা বিএসএফ জোয়ানদের ওপর হামলা চালালে তারা গুলিবর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং আহতরা পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য তুড়া হাসপাতালে রয়েছে।

আতিকুর রহমান আরও জানিয়েছেন, পতাকা বৈঠকে নিখোঁজ সাইফুলের স্বজনরা লাশ শনাক্তের পর বিএসএফের পক্ষ থেকে বিজিবির কাছে লাশ হস্তান্তরের আশ্বাস দেয়া হয়।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/ইএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :