গাংনীতে আলগামন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৭, ১৭:১৪

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত যান আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম কাফিরুল ইসলাম (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন উপজেলার গাঁড়াডোব গ্রামের গোলাম রসুলের ছেলে শাহিন হোসেনসহ আরো দুজন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাফিরুল গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামের জেদ আলীর ছেলে ও জোড়পুকুরিয়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, কাফিরুল মোটরসাইকেলযোগে জোড়পুকুরিয়া বাজার থেকে বামন্দী বাজারে দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি অবৈধ যান স্যালো ইঞ্জিন চালিত আলগামন তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে গাংনী হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া যাওয়ার পথে কাফিরুল ইসলামের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :