সম্মেলনে যোগ দিতে বিজিবির ২৪ সদস্যের প্রতিনিধি দল কলকাতায়

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৭, ২০:১৪

বিজিবি-বিএসএফের আইজি পর্যায়ে চার দিনের সীমান্ত সম্মেলনে শুরু হয়েছে আজ মঙ্গলবার দুপুর থেকে। কলকাতায় অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে বিজিবি ২৪ সদস্যের প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে গেছে।

বিজিবির উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরী নেতৃত্বে প্রতিনিধি দলকে সীমান্তের জিরো লাইনে ভারতীয় বিএসএফের পক্ষে ফুল দিয়ে শূভেচ্ছা জানান, কলকাতা বিএসফের ডিআইজি-মৃদুল সরোয়ার।

প্রতিনিধি দলে আছেন যশোর বিজিবির রিজিয়ন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল ইসলাম, রংপুর রিজিয়ন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান লোকমান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার আনিসুর রহমান প্রমুখ।

সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, নারী শিশু পাচার, অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে সীমান্ত সম্মেলনে স্খান পাবে বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান।

৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে সম্মেলন। বিজিবি-স্বরাষ্ট মন্ত্রণালয়, পানিসম্পদ অধিদপ্তর, জরিপ অধিদপ্তর ও ফরেন এফেয়ার্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকতারা প্রতিনিধি দলে রয়েছেন।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :