কুড়িগ্রাম সীমান্তে ১৪টি ভারতীয় গরুসহ একজন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৭, ২১:৪০

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় ও দিয়াডাংগা সীমান্তে অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় সাতটি গরুসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শালঝোড় বিওপির হাবিলদার মোঃ হারুণ উর রশিদের নেতৃত্বে টহল দলটি মঙ্গলবার ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৬ এর ৬ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ধলডাংগা নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে একজন লোক পায়ে হেঁটে গরু নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই গরু রেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাকে আটক করে।

আটককৃত মো আনোয়ার হোসেন (২৬) ভুরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। আটককৃত সাতটি গরুর দাম আনুমানিক এক লাখ ৪০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

অপরদিকে দিয়াডাংগা বিওপির হাবিলদার মো. মোশারফ হোসেনের নেতৃত্বে মঙ্গলবার ভোররাতে আন্তর্জাতিক পিলার নং ৯৮০ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়াডাংগা নামক স্থান হতে ভারতীয় সিাতটি গরু আটক করে। আটককৃত গরুর সিজার মূল্য ছয় লাখ টাকা।

কুড়িগ্রামের ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ, পিএসসি বলেন, আটককৃত ব্যক্তিকে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ এবং আটককৃত গরু কাস্টম অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :