গাজীপুরে বিস্ফোরণস্থলে অভিযান সমাপ্ত, ১৩ লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২১:৪৭ | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৭, ২১:৪৪

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় হতাহতদের উদ্ধারে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহা. হুমায়ুন কবির।

অভিযান সমাপ্ত ঘোষণার সময় জানানো হয়, বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ তিনজনসহ মোট ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ওই কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে প্রকম্পিত হয়ে পড়ে পুরো এলাকা। শব্দ আতঙ্কে মুহূর্তে থমকে যায় সাধারণ বাসিন্দাদের কাজকর্ম। ঘটনাস্থলে ছুটে আসেন অনেকেই। হতাহতদের আহাজারি ও চিৎকারে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে যায়। বিকট শব্দের কারণে পাশের কারখানার দেয়াল ও দরজা –জানালার কাচ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে।

দমকল বাহিনীর সদস্যরা আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করে। পরে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ তিনজনসহ চারজনের লাশ উদ্ধার করে রাতে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :