ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৭, ২২:৫৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক ও কোচের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের কালমেঘ বাজারের পশ্চিম পার্শ্বে এ দুর্ঘটনা। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তাজ পরিবহনের একটি বাসের সাথে অপরদিক ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে আসা একটি মালভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার চাপা পড়েন।

স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্রাকে চাপা পড়া ড্রাইভারসহ অন্যান্য যাত্রীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের দুই পার্শ্বে প্রায় তিন কিলোমিটার রাস্তায় বিভিন্ন বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বালিয়াডাঙ্গী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কয়েকটি কোচ ও কোচের যাত্র্রীরা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এদিকে বালিয়াডাঙ্গী থানা কর্তৃপক্ষ কোচে থাকা যাত্রীদের মালামাল রক্ষায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :