রাজধানীতে গ্যাসের আগুনে একই পরিবারের সাতজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১০:১৫ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৭, ০৮:৪০

পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়িতে গ্যাসের পাইপ বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোর সোয়া ছয়টার দিকে ঢালকানগর লেনের ৫৭/বি নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. শরিফ (৪২),আলী আকবর (৪০), আলেয়া বেগম (৫০), সহিদা (৩৫), শাহনাজ (২৮) শরিফা আক্তার (১৩) ও শুভ (৮)। তারা একই পরিবারের সদস্য। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দগ্ধদের প্রতিবেশী জনি বলেন, ভোরে ঢালকানগর লেনের ওই বাড়িটিতে গ্যাসের পাইপ লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে দুই শিশুসহ সাতজন দগ্ধ হয়। পরে কয়েকজন প্রতিবেশী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে শরিফের শরীরের ৪৫ শতাংশ, আলী আকবরের ২৫ শতাংশ, আলেয়া বেগমের ৩৩ শতাংশ, সহিদার ২৫ শতাংশ, শাহনাজের ৯ শতাংশ, শরিফা আক্তারের ২ শতাংশ এবং শুভর ৮ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধদের চিকিৎসার পাশাপাশি আগুন লাগার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকাটাইমস/০৫ জুলাই/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :