অটোর হ্যান্ডেলে পরিবারের হাল ধরেছেন অঙ্গহারা সুমন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৫:১৩ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৭, ০৮:৪৬

এক পা পুরো অচল, আর আংশিক অচল হাত দুটি। শারীরিক এই প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে হাত পাতেননি কারো কাছে। পঙ্গুত্বকে পাশে ঠেলে ধরেছেন অটোরিকশার হ্যান্ডেল। চালু রেখেছেন সংসারের চাকা।

নবীনগরের এই সুমন মিয়া অভাবের সংসারে বাবার বড় ছেলে। পরিবারের সবার দুবেলা আহার জুটানোর দায়িত্ব তুলে নেন প্রতিবন্ধী দেহের কাঁধে। লাঠি ছাড়া হাঁটতে না পারলেও অটোরিকশায় যাত্রী নিয়ে ছুটে চলেন এখানে-সেখানে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়ার অটো মেকানিক্স মো. জালাল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২২)। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় সুমন মাত্র দেড় বছর বয়সে টাইফেয়েড জ্বরে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যান। এরপর থেকে তার প্রতিবন্ধী জীবন। তবে পঙ্গুত্বের কাছে হার মানেননি সুমন মিয়ার কর্মস্পৃহা। শত প্রতিকূলতার মাঝেও অন্যের সহযোগিতা ছাড়াই হাঁটাচলা করেন।

গত আট বছর ধরে অটোরিকশা চালাচ্ছেন সুমন মিয়া। ইতিমধ্যে বিয়ে করেছেন, এক ছেলের বাবাও হয়েছেন তিনি। অটোরিকশা চালিয়ে প্রতিদিন আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা। তবে সপ্তাহের সাত দিন অটো চালানো সম্ভব হয় না তার পক্ষে। অনেক কষ্ট করে বৃদ্ধ মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানসহ পরিবারের নয়জন সদস্য নিয়ে পৌর এলাকার পশ্চিমপাড়ার একটি ভাড়াবাসায় থাকেন।

ছোটবেলায় সুমন টাইফয়েডে পঙ্গু হয়ে যাওয়ার পর তার চিকিৎসায় অনেক টাকা খরচ করেছেন বাবা জালাল মিয়া। কিন্তু কোনো ফল পাননি। সুমনের বাবা বলেন, ‘পোলার তলে মেলা টেহা ডালছি, কোনো কাজ হয় নাই। আমাদের অভাবের সংসার দেইখা পঙ্গু হইয়াও কম বয়সে সংসারের হাল ধরেছে আমার এই বড় পোলা।’

তবে নিজেও বসে থাকেন না জালাল মিয়া। বলেন, ‘এই বৃদ্ধ বয়সে পোলার লগে আমিও গ্যারেজে কাজ কইরা কিছু আয় করার চেষ্টা করি। সবার কাছে সুমনের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার সুমনরে সুস্থ রাখে।’

সুমনের অদম্য স্পৃহার কথা শুনেছেন পৌর মেয়র মো. মাঈন উদ্দিন। তিনি বলেন, আমি সুমনের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করব। সুমন আমার কাছে যেকোনো বিষয়ে সহযোগিতা চাইলে তাকে দেয়া হবে।’

(ঢাকাটাইমস/৫জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :