হৃদরোগে উত্তরখান থানার ওসির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৬:৪৩ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৭, ১৫:৫২

রাজধানীর উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কর্তব্যরত অবস্থায় তিনি পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এসকে সিরাজুল ইসলাম ১৯৬৫ সালের ২ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙার হেলেঞ্চা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আদম আলী।

১৯৮৪ সালে সিরাজুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এছাড়া ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন এবং ফরিদপুর জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/০৫জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :