মনোহরগঞ্জে ইউছুফ হত্যার ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৭, ২৩:৪৯

কুমিল্লার মনোহরগঞ্জে ইউছুফ কাজী (১৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার রাতে নিহতের বাবা আবদুল ওয়াদুদ বাদী হয়ে হত্যায় অভিযুক্ত রহমত উল্লাহ (২০) কে আসামি করে মনোহরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই দেলোয়ার কাজী জানান, মঙ্গলবার রাতে লালচাঁদপুর গ্রামের আশ্রয় কেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর ঘাতক রহমত উল্লাহ, সোহেল ও নেয়ামত একটি প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে অভিযুক্ত রহমত উল্লাহ মেয়ে সংক্রান্ত ঘটনা নিয়ে সোহেলের ওপর আক্রমণ করে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইউছুফ ঝগড়া থামাতে গেলে ছুরি দিয়ে ইউছুফ কাজীর বুকে আঘাত করে রহমত। এসময় রহমতের ছুরির আঘাতে সোহেল ও নেয়ামত আহত হয়। ইউছুফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত ইউছুফ কাজী লালচাঁদপুর আজারিয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে এবং সে লালচাঁদপুর গ্রামের ওয়াদুদ কাজীর ছেলে।

আর হত্যায় অভিযুক্ত রহমত উল্লাহ (২০) একই গ্রামের ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল বাশারের ছেলে।

ঘটনায় আহত হওয়া শফিউল আলমের ছেলে নেয়ামত উল্লাহ (১৮) এবং রুহুল আমিনের ছেলে মো. সোহেল (২০)কে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা দেওয়া হয়।

মনোহরগঞ্জ থানার ওসি সামছুজ্জামান হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় অভিযুক্ত রহমত উল্লাহকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামি এখনো পালাতক রয়েছে।

ওসি আরো জানান, আসামিকে আটকের পর ঘটনার সত্যতা জানা যাবে। নিহতের ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/০৫জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :