দুর্গত পাহাড়িদের পাশে চবির নৃবিজ্ঞান পরিবার

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ১০:০৮

রাঙামাটিতে স্মরণকালের ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। তারা রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

নৃবিজ্ঞান পরিবার বোধিপুর, সাপছড়ি, মোন আদাম, রূপনগর ও মানিকছড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ করে। সেখানে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের রানী য়েন্ য়েন্। ত্রাণ দিতে সহায়তা করে রাঙামাটির স্থানীয় উন্নয়ন সংস্থা ‘সাপোর্ট পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউনিটি (স্পার্ক)।

ত্রাণ কোনো আশ্রয়স্থল বা সমবেতভাবে কোথাও দেয়া হয়নি। সরাসরি ক্ষতিগ্রস্ত লোকালয়ের অভ্যন্তরে গিয়ে মোট ১০০টি পরিবারের হাতে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেয় নৃবিজ্ঞান পরিবার।

ত্রাণসামগ্রীর মধ্য ছিল জনপ্রতি পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক লিটার তেল, এক কেজি লবণ ও পাঁচটি করে সাবান।

স্বল্প সময়ের উদ্যোগে নৃবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান বিভিন্ন ব্যাচগুলোর সহায়তায় স্বল্প পরিসরে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ভবিষ্যতেও যেকোনো মানবিক প্রয়োজনে, সুখে-দুঃখে নৃবিজ্ঞান পরিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :