ঠাকুরগাঁওয়ে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ১৪:২৯

গাড়িতে চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও শহরের অটোরিকশা চালকরা।

বৃহস্পতিবার দুপুরে শতাধিক অটো চার্জার চালক শহরের চৌরাস্তায় এই মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তব্য দেন অটোচার্জার চালক শাহজাহান, লাবু, বেলাল, রুবেল ও রাইতু।

তাদের দাবিগুলো হলো- এক. অটোচালকদের সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দুই. বিকল্প সড়কের ব্যবস্থা না করা পর্যন্ত মহাসড়কে অটো চলাচল বন্ধ করা যাবে না এবং অটো স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে। তিন.অটো শ্রমিকদের ওপর সব চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে হবে। চার. অটো শ্রমিকদের স্বীকৃতি দিতে হবে এবং শ্রমিক সংগঠন করার অধিকার দিতে হবে। পাঁচ. সাধারণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় অটো শ্রমিকদের নেতৃত্ব নির্ধারণ করতে হবে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :