ক্রিকেটার সানীর জামিনের মেয়াদ ১০ দিন বাড়ল

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:৩১ | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ১৬:৩০
ফাইল ছবি

নারী নির্যাতন আইনের মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার আরাফাত সানীর জামিনের মেয়াদ ১০ দিন বাড়িয়েছে আদালত। একইসঙ্গে ওই ১০ দিনের মধ্যে বাদিনী তার স্ত্রী দাবিদার নাসরিন সুলাতানার সঙ্গে সমঝোতারও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আরাফাত সানীর জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের নিষ্পত্তিতে এই আদেশ দেন।

এর আগে আজ আদালতে হাজির হয়ে চতুর্থ দফা জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন আরাফাত সানী। আজ পর্যন্ত বাদিনীর সঙ্গে সমঝোতা না হওয়ায় আদালত ১০ দিন সময় দেন এবং ওইদিন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ান। ১০ দিনের মধ্যে সমঝোতা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন বিচারক।

আরাফাত সানীর পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু, এম জুয়েল আহম্মদ এবং মুরাদুজ্জামান মুরাদ। বাদী নাসরিনের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিকুর রহমান।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।

মামলায় বলা হয়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে আরাফাত সানীর সঙ্গে নাসরিনের ঘনিষ্ঠতা হয়। এক পর্যায়ে তারা দুজন দুজনকে ভালোবাসেন। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন বছরেও সানী দুই পরিবারের সঙ্গে আলোচনা করে নাসরিন সুলতানাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন বলে অভিযোগ করা হয়।

আরাফাত সানির বিরুদ্ধে নাসরিন সুলতানা নারী নির্যাতনের মামলা ছাড়াও যৌতুক আইনে একটি মামলা এবং তথ্য-প্রযুক্তি আইনে আরেকটি মামলা করেছেন। ওই মামলায় গত ২২ মার্চ আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে আরাফাত সানির সঙ্গে যে নাসরিন সুলতানার বিয়ে হয়েছিল তা উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া।

ঢাকাটাইমস/৬জুলাই/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :