মিথ্যা সাক্ষ্য না দেয়ায় রিকশাচালককে ‘নির্যাতন’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৮:১২ | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ১৬:৫৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিকশার মহাজনের হয়ে মিথ্যা সাক্ষ্য না দেয়ায় সহিদ নামে এক চালককে আটকে রেখে রাতভর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিকশাচালক সহিদ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার লাল মিয়ার ছেলে।

বুধবার রাতে উপজেলার মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সহিদের বোন কোহিনুর বেগম জানান, তার ভাই সহিদ এলাকার রিকশার মহাজন সোলেমান মিয়ার কাছ থেকে রিকশা ভাড়া নিয়ে চালাচ্ছে। বেশ কয়েকদিন আগে গ্যারেজ থেকে সোলেমানের রিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। মহাজন সোলেমান সহিদকে একই এলাকার বাসিন্দা মনিরের বিরুদ্ধে চুরির অভিযোগ করতে বলেন। সহিদ মনিরের বিরুদ্ধে ব্যাটারি চুরির অভিযোগ করতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোলেমানসহ অজ্ঞাত ৫-৬ জন দেশীয় উপজেলার মঙ্গলখালী এলাকার একটি বাড়িতে আটকে রেখে তাকে নির্যাতন করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে সহিদ একটি ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে সহিদকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :