যুবলীগ নেতা কামাল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ১৯:৫৬

গাজীপুরের টঙ্গী থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি কামাল হত্যার প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফাহিম হত্যার কথা স্বীকার করেছে। নিহত কামালের সাথে ফাহিমের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন ফাহিম তার বাড়ি থেকে একটি ছুরি এনে কামালের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফাহিম কামালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ফাহিম ঢাকায় একটি আবাসিক হোটেলে অবস্থান করতে থাকে। বৃহস্পতিবার ফাহিম উত্তরা ১০ নম্বর সেক্টরে তার স্বজনদের সাথে দেখা করতে এলে তথ্য প্রযুক্তির সাহায্যে র‌্যাব তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়।

প্রসঙ্গত, ১ জুলাই গাজীপুরের টঙ্গী স্টেশন গোলচত্বর এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে কামাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর হত্যারহস্য ও খুনি আটকে অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ হত্যার পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তার শিল্পী টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :