‘রেজাল্ট পরিবর্তনের শতভাগ নিশ্চয়তা’র দুই প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ২১:৪৩

ফেসবুকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের শতভাগ নিশ্চয়তা দেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. সুজন মিয়া (২০) ও মো. ইমরান হোসেন (২২)।

র‌্যাব জানায়, পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়নি তাদের শতভাগ পাস এবং গ্রেড পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে মোটা অঙ্কের টাকা নিচ্ছে একটি চক্র। র‌্যাব এমন একটি চক্রের ওপর দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি করছিল।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুরের ৩১/৯ শেরশাহ সুরি রোডের মায়ের দোয়া জেনারেল স্টোরের সামনে থেকে সুজন মিয়া ও ইমরান হোসেনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ও ইমরান প্রতারণার কথা স্বীকার করে বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, সুজন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে পরীক্ষার্থীদের উদ্দেশে রেজাল্ট পরিবর্তনের জন্য শতভাগ নিশ্চয়তা দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে ২০ হাজার টাকায় গোল্ডেন এ+, ১৮ হাজারে এ+, ১৫ হাজারে এ এবং ১২ হাজার টাকায় এ- ফলাফল এনে দেয়ার প্রলোভন দেখানো হয়। যোগাযোগের জন্য দেয়া হয় একটি মোবাইল নম্বর।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, যেসব পরীক্ষার্থী তাদের আহবানে সাড়া দেয়, তারা নিজেরা একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিজ্ঞাপন দেওয়া ভুয়া ফেসবুক আইডির গ্রুপে যোগ দেয়। এ ক্ষেত্রে যিনি প্রতারণার জন্য ফেসবুক আইডিতে প্রথমে বিজ্ঞাপন দিয়ে থাকেন তিনি উক্ত গ্রপের অ্যাডমিন হিসাবে দায়িত্ব পালন করেন। অ্যাডমিনের আরও একজন নিজস্ব লোক থাকে যে তার আইডিতে শতভাগ উপকার পেয়েছেন মর্মে মিথ্যা তথ্য দিয়ে অন্যদের আকৃষ্ট করে।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে চুক্তিকৃত টাকার ৫০ ভাগ অগ্রিম হিসেবে নিয়ে থাকে চক্রটি। টাকা আদায়ের জন্য ব্যবহার করা হয় বিকাশ নম্বর। কারো কাছ থেকে টাকা পাওয়ার তাকে ওই গ্রুপে ব্লক করে দেয়া হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পুলিশের সোর্স হত্যা: পলাতক দুই আসামি গ্রেপ্তার

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :