পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ২২:১৫
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচজন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে ইন্দুরকানী কলেজে ছাত্রলীগের মিজান ও রিয়াদ গ্রুপের সাথে বহিরাগত ছাত্রলীগের কামরুল ও হোসেনের সাথে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধে। এসময় লাঠি, রড নিয়ে এক দল অন্য দলকে ধাওয়া করে। হামলায় বহিরাগত আলামিন গ্রুপের কামরুল, হোসেন ও শাওন গ্রুপের মিজান ও রিয়াদসহ পাঁচজন আহত হন।

পরে কলেজ ছাত্রলীগের আহবায়ক শাওন গ্রুপের তোপের মুখে আলামিন গ্রুপ দৌড়ে পালিয়ে যায়।

পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান দুলাল উভয় পক্ষকে থামিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার জানান, কলেজের সামনের সড়কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। কে বা কারা আহত হয়েছে, তা বলতে পারি না।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন জানান, আলামিন গ্রুপের সমার্থকরা বহিরাগত। তারা কলেজের ছাত্র নয়। মাদকবিক্রি করতে কলেজে প্রবেশ করায় তাদের কলেজ ছাত্রলীগের নেতারা বের হতে বললে তারা চড়াও হয়। তখন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কলেজ থেকে বের করে দেয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :