ফরহাদ মজহার অপহরণ: বাসের টিকিট বিক্রেতার জবানবন্দি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২৩:১২ | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ২৩:১১

কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ মামলায় বাসের টিকিট বিক্রেতা নাজমুস সাদাত সাদীর জবানবন্দি গ্রহণ করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলমের কাছে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন।

সাক্ষী দেয়া ওই টিকিট বিক্রেতা যশোরে হানিফ পরিবহনের যে গাড়িটি থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়েছিল, সেই গাড়ির খুলনা শিববাড়ী কাউন্টারের ম্যানেজার।

মামলার নতুন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাহবুবুল হক এ সাক্ষীকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন।

জানা গেছে, ফরহাদ মজহার সেদিন এই সাক্ষীর কাউন্টার থেকে ‘গফুর’ নামে টিকেট কাটেন। রাত সোয়া নয়টার দিকে কোচটি রয়্যাল মোড় শিববাড়িতে এলে ফরহাদ মজহার গাড়িতে ওঠেন। তবে টিকেট বিক্রির সময় ফরহাদ মজহারকে তিনি চেনেননি বলে জবানবন্দিতে জানিয়েছেন। পরে র‌্যাব সদস্যরা ছবি দেখানোর পর তিনি চিনতে পারেন।

উল্লেখ্য, গত সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহার অপহরণ হয়েছেন বলে আদাবর থানায় একটি অভিযোগ করেছিলেন তার স্ত্রী ফরিদা আখতার। তার আগেই তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খল বাহিনী।

ফরহাদ মজহারের মোবাইল ফোন ট্র্যাক করে খুলনায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ। সেখানে তার দুটি সম্ভাব্য অবস্থানে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। তবে খুলনার পরিচিত একটি রেস্টুরেন্টে তিনি খাবার খেয়েছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। এরপর খুলনা থেকে ঢাকার পথে একটি বাসে মিস্টার গফুর নামে টিকিট কাটেন ফরহাদ মজহার। যশোরের অভয়নগর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে রাতেই তাকে উদ্ধার করা হয়। সকালে ঢাকায় নিয়ে আসা হয় তাকে।

পরে আদাবর থানা থেকে গত ৪ জুলাই দুপুরের দিকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয় ফরহাদ মজহারকে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর আদালত তাকে নিজ জিম্মায় বাড়ি ফেরার অনুমতি দেন।

ঢাকাটাইমস/৬জুলাই/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :