সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপরে

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৫:২৮ | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৭, ১৫:০৭

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন পানি বাড়ায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বন্যা কবলিত মানুষ বাড়ি ঘর ছেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। জেলার কাজিপুর উপজেলা থেকে ভাটির চৌহালী উপজেলা পর্যন্ত চরাঞ্চলে ২৭টি ইউনিয়নে পানি ঢুকেছে।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। বাঁধ ভাঙার আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। ঘর-বাড়ি পানিতে ডুবে যাওয়ায় পানিবন্দি মানুষগুলো গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম ঢাকাটাইমসকে বলেন, যমুনা নদী থেকে সিরাজগঞ্জ রক্ষায় ৮৭ কিলোমিটার বাঁধের কিছু এলাকা ঝুকিপূর্ণ থাকলেও পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে। ঝুকিপূর্ণ এলাকায় বালির বস্তা ফেলে ভাঙন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ৫-৭ দিন যমুনা নদীতে পানি আরও বাড়তে পারে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :