বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৭, ১৫:১৭

বান্দরবান-রোয়াংছড়ি প্রধান সড়কের ক্রাইখ্যংওয়া পাড়ায় বেইলি কালভার্ট ভেঙে একটি বালু বোঝাই ট্রাক পড়ে গেছে। শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনার পর থেকে জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে রোয়াংছড়ি উপজেলা সদর এবং আশেপাশের চারটি উপসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বেইলি কালভার্টটি ভেঙে যাওয়ার খবর পেয়ে জেলা সড়ক ও জনপদের সদস্যরা ঘটনাস্থলে গেছেন এবং ভেঙে পড়া সেতু মেরামতে কাজ শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ১০টার দিকে বালু বোঝায় ট্রাকটি বিজিবি সেক্টর সদর দপ্তরে নির্মাণকাজের জন্য বালু নিয়ে যাচ্ছিল। পথে ক্রাইখ্যং পাড়া বেইলি কালভার্টে ট্রাকটি উঠলে ভেঙে পড়ে যায়।

ট্রাকচালক জসিম জানান, বান্দরবান থেকে বালু নিয়ে আসছিলাম। কালভার্টে উঠার পর পার হওয়ার সময় পেছনের চাকা পাতাটন ভেঙে পড়ে যায়।

সড়ক ও জনপদের উপ সহকারী প্রকৌশলী অংশৈপ্রু মারমা জনান, বালু বোঝায় ট্রাকটি অধিক লোডের কারণে বেইলি কালভার্টটি ভেঙে পড়ে গেছে। মেরামতের কাজ শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/৭জুন/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :