ফরিদপুরে মুক্তিযুদ্ধ যাদুঘর উন্মুক্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৬:৪২ | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৭, ১৫:৫৫

জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো ফরিদপুরের মুক্তিযুদ্ধ যাদুঘর ও পাঠাগার। শহরের গোয়ালচামট এলাকায় একজন মুক্তিযোদ্ধার বাড়িতে গড়ে তোলা এ যাদুঘর উন্মুক্ত করেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূর মোহাম্মাদ বাবুলের বাড়ির দোতলায় তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ যাদুঘর ও পাঠাগারে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের দুর্লভ ছবি, ডকোমেন্ট, পত্রিকা ও চিঠিসহ মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত বিভিন্ন উপকরণ সংগ্রহের কাজ চলছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যাদুঘর উন্মুক্ত করা উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পি কে সরকার, খলিলুর রহমান, সুকুমার নন্দী, এনামুল হক তুর্কী, ডা. মনিরুজ্জামান প্রমুখ।

মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ বাবুল এ বিষয়ে বলেন, এই যাদুঘর নতুন প্রজন্মের কাছে যুদ্ধের সঠিক ইতিহাসকে জানাবে।

তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার তার ইচ্ছা মতো ইতিহাস তৈরির চেষ্টা করেছে।

(ঢাকাটাইমস/৭জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :