নীলফামারীতে জামায়াতের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪০

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৭, ১৭:৫০

নীলফামারীতে জামায়াতে ইসলামী সাত নেতাকর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে জলঢাকা থানায় ২১ জন, ডোমার থানায় ছয়জন, কিশোরগঞ্জ থানায় পাঁচজন, সদর থানায় তিনজন, সৈয়দপুর থানায় তিনজন এবং ডিমলা থানায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে বিস্ফোরক মামলার আসামি জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের জামায়াতের আমির ও ওই ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন রয়েছেন। অন্যরা হলেন একই এলাকার আব্দুর রাজ্জাক, আহমেদ হোসেন, সৈয়দ আলী, মাহমুদুল আলম, নুরজ্জামান এবং নঈমুন হক।

অন্য ৩৩ জন পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা ও চুরি ডাকাতির মামলা রয়েছে।

ঢাকাটাইমস/৭জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :