রূপগঞ্জে স্বর্ণচোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৭, ১৫:৪৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল স্বর্ণ-রুপা চুরির ঘটনায় আন্ত:জেলা স্বর্ণচোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ৩৪ ভরি স্বর্ণ ও ১১৪ ভরি রুপা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন চট্টগ্রামের পুটিয়া এলাকার জসিম উদ্দিন, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার আব্দুল মজিদ, ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার জামাল উদ্দিন, পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার রিয়াজ ওরফে সুমন, আলাউদ্দিন, কুমিল্লার মুরাদনগর এলাকার সজল মিয়া।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, গত ২৬ মার্চ গাউছিয়া মার্কেটের কারুকা জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। প্রায় তিনশ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দাবি করেন কারুকা জুয়েলার্সের মালিক তাপস দাস।

এরপর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মাহমুদুল ইসলামসহ একদল পুলিশ দীর্ঘ তিন মাস বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে স্বর্ণচোর চক্রটিকে খুঁজতে থাকেন। পরে রামপুরা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৪ ভরি স্বর্ণ ও ১১৪ ভরি রুপা উদ্ধার করা হয়।

কারুকা জুয়েলার্সে চুরি হওয়া বাকি স্বর্ণ-রুপা উদ্ধার ও চোরচক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/৮জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :