কিশোরগঞ্জ প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপন

কিশোরগঞ্জ থেকে, আমিনুল হক সাদী
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৭, ১৮:৫০

ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও স্মৃতিচারণে দিনটি অতিবাহিত করেন ক্লাবের সদস্যরা।

এ উপলক্ষে শনিবার সকালে প্রেসক্লাবের চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে এসে আলোচনাসভায় মিলিত হয়।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের পাঁচবারের নির্বাচিত সভাপতি কাজী শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ক্লাবের সাবেক প্রধান পৃষ্ঠপোষক ফজলে কবির।

বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য আফজাল হোসেন, রেজওয়ান আহম্মাদ তৌফিক এমপি, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান।

সম্মানিত অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মন্জরুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্্রাদ, জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ^াস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো.আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুব কমান্ডের আহবায়ক অ্যডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান।

সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এম এ রশিদ ভূইয়া। ফেলে আসা অতীতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্্েরসক্লাবের সাবেক সভাপতি এ কে নাছিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম নুরু, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহম্মদ রাজন, সাবেক কোষাধ্যক্ষ মনোয়ার হোসাইন রনি প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সাংবাদিক সদস্য, আজীবন সদস্য, সহযোগী সদস্য, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স এবং অনলাইন মিডিয়ায় কর্মরত কয়েক শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :