ফরিদপুরে একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ গ্রেপ্তার, মামলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৭, ২০:৩৫

ফরিদপুরে একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ ব্যাপারে ওই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে মামলা হয়েছে ফরিদপুর কোতয়ালী থানায়।

শনিবার দুপুর ১টার দিকে ফরিদপুর শহরের রবি কাস্টমার কেয়ার সেন্টার থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (২৯)। তিনি ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা গ্রামের মো. ইব্রাহীম খানের ছেলে।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে এক ব্যাক্তি ফরিদপুর শহরের রবি কাস্টমার কেয়ার সেন্টারে একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল সিম কার্ড কেনার চেষ্টা করছেন। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই কাস্টমার সেন্টার থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির কাছ থেকে তার নামে আটটি এবং জনৈক মো. তুষার খান নামের আটটিসহ সর্বমোট ১৬টি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।

র‌্যাব দাবি করেছে, ওই ব্যক্তি মোবাইলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া (ওয়েলকাম পার্টি) প্রতারক দলের সদস্য। এ সংক্রান্তে তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা রয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ মোতাবেক একটি মামলা দায়ের করেছে।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :