চা বিক্রেতার কাছে মিলল ৬০০ ইয়াবা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৭, ২১:২৯

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ৬০০পিস ইয়াবাসহ এক চা বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম শাহ পরাণ (২৮)।

শনিবার বিকেলে শহরের ভওয়াখালী মৎস্যপ্রজনন কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শাহ পরাণ পৌরসভার ভওয়াখালী এলাকার গোলাম রহমানের ছেলে।

তিনি শহরের রূপগঞ্জ বাজারে চা বিক্রি করেন।

নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভওয়াখালী মৎস্যপ্রজনন কেন্দ্র এলাকা থেকে শাহ্ পরাণকে প্রথমে ১৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শহরের কুড়িগ্রাম এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো ৪১০ পিস ইয়াবা এবং ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

তবে শাহ পরাণের সঙ্গে জড়িত শহরের মাদক বিক্রেতা জাকির হোসেন সুমন বাসায় না থাকায় তাকে আটক করা যায়নি।

মাদকবিরোধী এ অভিযানে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সদর থানার ওসি (তদন্ত) জুলফিকার আলীসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদক বিক্রেতা জাকির হোসেন সুমনকে আটকের জোর চেষ্টা চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :