যমুনার পানি বাড়ছেই, বগুড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

প্রতীক ওমর, বগুড়া থেকে
| আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২৩:৩৬ | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৭, ২৩:১৮

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়ে সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে দুই উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়ায় দুই উপজেলার চারটি ইউনিয়নের কমপক্ষে পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

বগুড়া পানি উন্নয় বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী হারুনুর রশিদ পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধুনটের সহড়াবাড়ী ঘাট পয়েন্টে ও সারিয়াকান্দি উপজেলায় বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সরোয়ার আলম ঢাকাটাইমসকে জানান, উপজেলার চন্দনবাইশা, কামালপুর ও কুতুবপুর ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় আড়াই হাজারসহ দুই উপজেলায় পাঁচহাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন ঢাকাটাইমসকে জানান, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দি অনেক পরিবার ইতোমধ্যেই বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে আশ্রয় নিতে বাঁধে আসছেন। বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী দুর্গত এলাকায় গিয়ে বাস্তব চিত্র পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান শনিবার সকালে সারিয়াকান্দি উপজেলার তিনটি ইউনিয়নের এক হাজার পরিবারের জিআর এর চাল বিতরণ করেছেন। এসময় প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হয়। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকেও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :