কলেজছাত্রী অপহরণ, বাবা-মাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৯:৪৭ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ১০:০৬

লক্ষ্মীপুরে নিজ বাসা থেকে এক কলেজছাত্রীকে হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মেয়ের বাবা-মা বাধা দিলে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর এলাকায় ভবানীগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী নিজ ঘরে একা একা বসে টেলিভিশন দেখছিলেন। পাশের রান্নাঘরে রাতের খাবার খেতে যায় বাবা আবুল কাশেম ও মা কুলসুমা বেগম। পূর্বপরিকল্পিতভাবে রাত সাড়ে ১১টার দিকে ৭-৮জনের দুর্বৃত্ত বাড়িতে ঢুকে রান্নাঘরের দরজা বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। পরে বাসায় ঢুকে ওই কলেজছাত্রীকে হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে সিএনজি অটোরিকশায় তুলে তারা নিয়ে যায়। এ সময় শোরগোল শুনে বাবা আবুল কাশেম ও মা রান্না ঘরের দরজা ভেঙে বের হয়ে এসে দুর্বৃত্তদের বাধা দেন। এক পর্যায়ে বাবা ও মাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক নারীকে আটক করে।

ঘটনার পর থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

অপহৃত কলেজছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জানান মেয়েটির বাবা আবুল কাশেম, মা কুলসুম বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওযার্ড কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। দ্রুত কলেজছাত্রীকে উদ্ধারের দাবি জানান তিনি।

শহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনসার আলী জানান, কলেজছাত্রীকে অপহরণের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাকে উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

(ঢাকাটাইমস/৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :