পদ্মার তীব্র স্রোতে ধসে পড়ল সেতু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৫:৫৯ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ১৩:১৪

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গির সেতুটি পদ্মার তীব্র স্রোতে ধসে গেছে। রবিবার ভোর ছয়টার দিকে বিকট শব্দে সেতুটির পূর্ব পাশের অংশটি ধসে যায়। ফলে ভোর থেকেই ফরিদপুর শহরের সাথে নর্থচ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, গোলডাঙ্গির পুরাতন সেতুটির পাশে বড় একটি সেতুর নির্মাণ কাজ চলছে। কাজের কারণে পদ্মা নদীর উৎসমুখটি বাঁশ, মাটি দিয়ে বন্ধ রাখা হয়। পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে। ভোরে পানির তীব্র স্রোতে সেতুটি ধসে যায়।

এছাড়া একটি মসজিদসহ কয়েকটি বাড়ি এখন হুমকির মুখে রয়েছে।

নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান আরো জানান, চরাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র সেতুটি ধসে যাওয়ায় বিপাকে পড়েছে এতদাঞ্চলের কয়েক হাজার মানুষ। সেতুটি ধসে যাওয়ায় বিকল্প হিসেবে নৌকা দিয়ে জনসাধারণের চলাচল করা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

সেতুটি ধসে যাবার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে যান।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, হঠাৎ পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় এমনটি ঘটেছে।

তিনি বলেন, এলাকাবাসীদের যাতায়াতের জন্য আমরা বিকল্প ব্যবস্থাগ্রহণের কাজ করছি।

(ঢাকাটাইমস/৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :