অভিনেতা রাতিনের পাশে অভিনয় শিল্পী সংঘ

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৯:২১ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ১৮:৫৬

টিভি-চলচ্চিত্র ও মঞ্চ কাঁপানো গুণী অভিনেতা আবদুর রাতিন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এবার তার পাশে এসে দাঁড়ালেন নাটকের শিল্পীদের নিয়ে সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ এর কার্যনির্বাহী কমিটি।

আজ রবিবার তাকে দেখতে যান সংঘের সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা লুৎফর রহমান জর্জ। তার চিকিৎসায় সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এমনকি আজকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে কলেজ অথবা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করবেন বলে জানা যায়।

এই বিষয়ে সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা সব শিল্পীরা একটি পরিবার। পরিবারের চেয়েও বেশি আমরা কলিগদের সঙ্গে সারাদিন সময় কাটাই। সেই জিসাবে বছরের তিনমাস কাটাই পরিবারের সঙ্গে আর নয় মাসই কাটাই আমাদের অভিনয় শিল্পী কলাকুশলী বা কলিগদের সঙ্গে। তাই আমরা একটা বিষয় নিশ্চিত করতে চাই সব শিল্পীদের জন্য, তা হলো তাদের বিপদে আমরা আছি ও থাকবো। আমরা সবাই এক পরিবার।’

তিনি আরো বলেন, ‘আজ জর্জ ভাই রাতিন ভাইকে দেখতে ন্যাশনাল হাসপাতালে গিয়েছিলেন। তাকে আজকের মধ্যেই আরো ভাল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল অথবা নিউরো সায়েন্স হাসপাতালে আনা হবে। তার চিকিৎসার ব্যয় ভার আমরা বহন করবো। আমরা তাকে এমন একটি অনুভূতি দিতে চাই যে, তার বিপদে আমরা রয়েছি। যে কোন শিল্পীদের বিপদেই আমরা তার পাশে থাকবো।’

প্রসঙ্গত, অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের দিন ঢাকায় ভোট দিতে আসার সময় এক গাড়ি দুর্ঘটনায় মারা যান মোজাম্মেল হক। এ ঘটনায় আহত হন মালেক, আনিস ও রবি। তাদের সাহায্যের জন্যই নির্বাচনের পরদিন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, আহসান হাবীব নাসিম, রওনক হাসান, লুৎফুর রহমান জর্জ, সুজাত শিমুল, সেলিম মাহবুব, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস, মাসুদ রানা মিঠু ও হান্নান সেলিম পাবনা গিয়ে আর্থিক সাহায্য করেন।

অভিনেতা রাতিন অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে দেবদাস, হারানো সুর, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, চোরের বউ, মহান বন্ধু, লালু সর্দার, স্বার্থপর প্রভৃতি। তার অভিনীত মঞ্চ নাটকের সংখ্যা প্রায় শতাধিক। তাকে সাহায্যের জন্য যোগাযোগ: ০১৭১১৬৬২১৮৪

ঢাকাটাইমস/০৯জুলাই/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :