বরিশালে পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২০:৩৫ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ১৮:৫৯

রাতের আঁধারে নগরীর মুসলিম গোরস্থান রোডস্থ দেবত্তর সম্পত্তির ঐতিহ্যবাহী শিববাড়ির পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

রবিবার বেলা ১১ টায় পুকুরের পার্শবর্তী বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দারা পুকুরটি রক্ষায় মানববন্ধন করেছেন।

মানবন্ধনে অংশ নেয়া ঐ এলাকার প্রবীন বাসিন্দা মিজান খসরু বলেন, এটা উপেন্দ্র কুমারের বাড়ি। শিববাড়ির নামের দেবোত্তর সম্পত্তিটি ভুয়া কাগজ তৈরি করে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মালিকানা দাবি করছেন।

কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ আইনে স্পষ্ট উল্লেখ আছে, সিটি করপোরেশেন বা পৌর এলাকার কোনো জলাশয় ভরাট করা যাবে না। এটা যারা করছেন তারা আইনবিরোধী কাজ করছেন।

(ঢাকাটাইমস/৯জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :