টাঙ্গাইলে রুবেল হত্যায় তিন ‘চরমপন্থী’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ১৯:৪৪

টাঙ্গাইলে হত্যার পর মাটির নিচে রুবেল নামে এক যুবকের লাশ পুতে রাখার ঘটনায় তিন চরমপন্থীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার সকালে র‌্যাব-১২ এর সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃরা হলোÑ টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোস্তফা (৬২) একই গ্রামের মৃত মান্নানের ছেলে মাসুদ (৩০) এবং আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম (৩৫)।

রবিবার সকালে র‌্যাব ১২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাবের স্কোয়াড কমান্ডার সাদেক আহম্মেদ বলেন, রুবেল গত ২৮ জুন রাতে থেকে নিখোঁজ ছিলেন। পরে গত ১ জুলাই সদর উপজেলার উত্তর হুগগা গ্রামের মাটিতে পুতে রাখা অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে রুবেলের পরিবার তার লাশ শনাক্ত করে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব ঘটনাটি তদন্ত করে আজ রবিবার ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন আসামিকে গ্রেপ্তাার করে। আসামিরা সবাই চরমপন্থী দলের সদস্য।

গ্রেপ্তরকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে এবং পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটায় বলে জানায়। তারা এ ঘটনায় আরো দুই জনের নাম বলেছে। তারা পলাতক আছে। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :