ইবির ১১৪ কোটি টাকার বাজেট পাশ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ২৩:০৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১০৪ কোটি ২ লাখ টাকার বাজেট পাশ করা হয়েছে।

রবিবার বাজেট পাশের বিষয়টি কোষাধ্যক্ষ অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, এবছর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ১৮৩ কোটি ১৮ লাখ টাকা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে বাজেট প্রস্তাব করে। এতে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিজস্ব আয় ও ব্যয়ের খাত বিবেচনা করে ১০৪ কোটি ২ লাখ টাকা বাজেট ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১০ কোটি সহ মোট বাজেট দাড়ায় ১১৪ কোটি ২ লাখ টাকা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত একুশ বছরে ৫৭কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের মোট ঘাটতি রয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতির পেছনে কতগুলো কারণ রয়েছে। ইউজিসির অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ১২৩ জন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেয়া হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বেতন প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। আমরা এ অর্থ ব্যয় নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ব্যয় নিরসনে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’

(ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :