প্যারিসে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা

মাসুদুল হাসান রনি, প্যারিস
| আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৫:১৬ | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ০৮:৫৩

প্যারিসের জর্জ ভালবন পার্কে রবিবার বিকালে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক নিলয় সুত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক মাসুক মিয়া মামুন, সংগঠক রাকিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, উন্নত রুচি ও বিকশিত জীবনের জন্য সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ফাহাদ হান্নান, রিপন ও শোহেব মোজাম্মল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আহমেদ হোসেন দুলাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার সদস্য সচিন শাখাওয়াত হোসেন হাওলাদার, যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি রমেন দাস ও বাসদ সংগঠক জুয়েলসহ আরও অনেকেই।

সংগঠনের সদস্য, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখরিত ছিল।

(ঢাকাটাইমস/১০জুলাই/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :