নয় ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৭:৩২

নয় ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্যতা সংকট ও তীব্র স্রোতে চ্যানেলমুখ অতিক্রম করতে না পারায় সোমবার সকাল থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। নয় ঘণ্টা পর বিকাল সাড়ে তিনটা থেকে লৌহজং টার্নিং পয়েন্টের বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়।

লৌহজং মূল চ্যানেলমুখে সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত সাতটি ফেরি ডুবোচরে আটকে যায়। ছয়টি ফেরি উদ্ধার করা হলেও রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উদ্ধার করা সম্ভব হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটিকে ডুবোচর থেকে মুক্ত করতে আইটি জাহাজ ৩৯০ ও ৩৯৪ কাজ করে যাচ্ছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়া যাওয়ার পথে লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল মুখ সরু থাকায় এবং আশপাশে নাব্যতা সংকটের কারণে ফেরিগুলো স্রোত অতিক্রম করে সামনে যেতে পারেনি। ওই স্থানে স্রোত ঘূর্ণায়মান থাকায় ফেরিগুলো ডুবোচরে গিয়ে আটকে যায়। সকাল থেকে সাতটি ফেরি পর্যায়ক্রমে ডুবোচরে আটকে গেলে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চেষ্টা চালানোর পর ছয়টি ফেরি ডুবোচর থেকে মুক্ত করা হলে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

ফেরি চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প একটি চ্যানেল ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। তবে মূল চ্যানেলে এখনো আটকে আছে রো রো ফেরি রুহুল আমিন।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে অসংখ্য পরিবহন। সৃষ্টি হয়েছে যানজটের।

বিআইডব্লিউটিসি’র মেরিন বিভাগের ব্যবস্থাপক আহমদ জানান, স্রোতে সামনে এগোতে না পেরে ডুবোচরে আটকে যাওয়া ছয়টি ফেরি পর্যায়ক্রমে উদ্ধার করা হয়েছে। তবে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অন্য ফেরিটি উদ্ধারে কাজ চলছে।’

ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

এই বিভাগের সব খবর

শিরোনাম :