বরখাস্তের আদেশ স্থগিতের পর দিনই মেয়র মান্নানের দায়িত্ব গ্রহণ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৯:০১ | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৮:৪৭

তৃতীয়বারের মতো বরখাস্ত হওয়ার চার দিনের মাথায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন বিএনপি নেতা এম এ মান্নান। তিনি আজ সোমবার দুপুরে উচ্চ আদালতের আদেশের কপি নিয়ে নগর ভবনে এসে মেয়রের অফিসে বসেন। পরে তাকে ফুল দিয়ে ভরণ করে নেয় কর্মকর্তা,কর্মচারী ও কাউন্সিলরা। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলে রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্যমূলক দাবি করেন মান্নান।

মান্নান দায়িত্ব নিতে নগর ভবনে আসবেন এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপিপন্থী কিছু কাউন্সিলর সিটি করপোরেশনের সামনে এসে উপস্থিত হন।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত হওয়ার পর গত চার বছরে তিনবার বরখাস্ত এবং ২২ মাস করাভোগ করেছেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন ১৮ মাস ১৯ দিন। তার বিরুদ্ধে দেয়া হয়েছে ৩০টি মামলা।

২৮ মাস নগর ভবনের বাইরে থাকার পর গত ১৮ জুন আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব নেয়ার ১৯ দিন দায়িত্ব পালন করেন মান্নান। তবে দুর্নীতি মামলায় অভিযোগপত্র দেয়ার পর গত ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের চতুর্থ বছর পূর্তির দিন তাকে আবারও বরখাস্ত করা হয়।

আর মেয়র পদ ফিরে পেতে মন্ত্রনালয়ের বরখাস্তের আদেশের বিরুদ্ধে মান্নান রোববার হাইকোর্টে রিট আবেদন করেন। রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে বেঞ্চ মন্ত্রণালয়ের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।

বিএনপি-জামায়াত জোটের সরকার পতনের আন্দোলনের সময় গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলা মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তার অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :