ফরিদপুর পাসপোর্ট অফিসে অভিযান, তিন দালালকে সাজা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৮:৫১

ফরিদপুরে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন দালালকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর একটার দিকে শহরের চাঁনমারী এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের সামনে তাদের কারাদণ্ড দেয়া হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ডেপুটি কালেক্টর নেজারত (এসডিসি) মো. পারভেজ মল্লিক।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শহরের কমলাপুর মহল্লার মো. মনিরুজ্জামান, উত্তর কমলাপুর মহল্লার রাকিব বিশ্বাস ওরফে রাজু এবং ফরিদপুর সদরের চর আদমপুর গ্রামের আরিফুল ইসলাম ওরফে লিটন।

র‌্যাব-৮ ফরিদপুর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাবের একটি দল পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২১টি পাসপোর্ট, পাঁচ শতাধিক পাসপোর্টের ফরম ও ব্যাংকের কিছু রশিদ উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক বলেন, ওই তিনজন পাসপোর্ট করতে আসা গ্রাহকদের বিভিন্নভাবে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :