ঢাকা-কলকাতা রুটে গ্রিন লাইন বাস চালু

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৯:২৭

ঢাকা-কলকাতা রুটে চালু হয়েছে গ্রিন লাইন পরিবহনের বাস। সোমবার বেলা ১২টার দিকে ভারতীয় গ্রিন লাইন পরিবহনের দুটি বাস হরিদাসপুর চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্টে ঢোকে।

সূত্র জানায়, ভারতীয় শ্যামলী সৌহার্দ্য পরিবহনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন দায়িত্ব পায় গ্রিন লাইন পরিবহনের মৈত্রী বাস।

ভারতীয় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় দত্ত ও তার সহোযোগী পার্টনার আলী হোসেনসহ বাস দুটি ২২ জনের একটি প্রতিনিধি দল নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করে। বেনাপোল চেকপোস্টে গাড়ি দুটি দুপুরে প্রবেশ করলে বাংলাদেশ গ্রিন লাইন পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর আলাউদ্দিন, বেনাপোল বাজার গ্রিন লাইন পরিবহনের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ পাল ও চেকপোস্ট কাউন্টারের ম্যানেজার জসিম উদ্দিনের নেতৃত্বে গাড়িতে থাকা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

নতুন এ সৌহার্দ্য বাস দুটিতে কলকাতা থেকে ঢাকার ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার সাতশ টাকা।

গ্রিন লাইন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন জানান, ভারতের করুনাময় শল্টটেক থেকে গাড়ি দুটি সোম, বুধ ও শুক্রবার অর্থ্যাৎ সপ্তাহে তিন দিন কলকাতা-ঢাকা চলাচল করবে। ঢাকার কমলাপুর থেকে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :