শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৯:৫৯
প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের একজন গুলিবিদ্ধসহ অন্তত দশজন আহত হন। গুলিবিদ্ধের নাম আলী আক্কাছ (২৫)।

সোমবার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন গাজী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মিরবহরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা। দুপুরে চেয়ারম্যান জাকির গাজীর লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ আলী আক্কাস ও নড়িয়া পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলীসহ ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা প্রতিপক্ষের বাড়িঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :