এনামুলের লেখাপড়ার দায়িত্ব নিল জাবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৪:২৮ | প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ১৩:২৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের দরিদ্র মেধাবি ছাত্র এনামুল হকের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।

গত ৮ জুলাই একটি জাতীয় পত্রিকায় এনামুলকে নিয়ে ‘টাকার অভাবে জাবি শিক্ষার্থীর লেখাপড়া বন্ধের পথে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এনামুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী।

প্রতিবেদন প্রকাশের পর এনামুলের বিষয়টি নজরে আনেন জাবি ছাত্রলীগের তিন নেতা। তারা হলেন, জাবি সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল, সহসভাপতি নিয়ামুল হাসান তাজ এবং শহীদ সালাম বরকত হলের সাবেক ছাত্র এ টি এম রেজাউল হক।

এনামুলের খাওয়ার ব্যবস্থা করছেন জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। টিউশন ফি ও হাত খরচের ব্যয়ভার গ্রহণ করেন জাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি নিয়ামুল হাসান তাজ। টিউশনি, একাডেমিক খরচ ও জামা কাপড়ের ব্যবস্থা করবেন শহীদ সালাম বরকত হলের সাবেক ছাত্র এ টি এম রেজাউল হক।

এছাড়া শহীদ সালাম বরকত হল ছাত্রলীগের নেতারা এনামুলের পাশে থাকার কথা জানিয়েছেন।

জাবি ছাত্রলীগ নেতাদের এমন মানবিকতার বিষয়টি নিয়ে অনেকে প্রশংসা করেছেন। এনামুল হক সহযোগিতার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকাটাইমস/১১জুলাই/টিএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :