সিরাজগঞ্জে বাবুর্চি হত্যায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ১৪:১০

পুলিশের বাবুর্চি হত্যা মামলায় সিরাজগঞ্জে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মনিরুল ইসলাম বাবু। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন।

আদালতের এপিপি শামসুল আলম ও আব্দুল হামিদ সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার কামারখন্দ উপজেলার চর নুরনগন গ্রামের সোহরাব আলী শেখের ছেলে।

মামলার সথি সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের আহমেদ আলীর ছেলে আব্দুস সাত্তার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাশলচী (বাবুর্চি) পদে চাকরি করতেন। ২০১২ সালের ৫ ডিসেম্বর ছুটিতে বাড়ি আসেন তিনি। পরদিন সকালে রেশন ও বেতন আনতে রাজশাহী যান তিনি। রাতে বাড়ি ফেরার সময় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলায় বাজার করতে গেলে মনিরুল ইসলামের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর স্থানীয় ফুলজোড় নদী থেকে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে মনিরুল ইসলামকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে মনিরুলকে অভিযুক্ত করে ২০১৩ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেয়।

ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :