নীলফামারীতে জামায়াতের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৩

সুমন মুখার্জী, নীলফামারী প্রতিনিধি
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ১৬:১৪

নীলফামারী জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত জামায়াতে ইসলামীর চার জন নেতাকর্মীসহ ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে এসব আসামি গ্রেপ্তার করা হয়।

জিআর, সিআর ও বিভিন্ন মামলার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সৈয়দপুর থানায় ৩০ জন, ডোমার থানায় তিন জন, কিশোরীগঞ্জ থানায় তিন জন, জলঢাকা থানায় পাঁচজন ও সদর থানায় দুজন রয়েছে।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন বিস্ফোরক মামলার আসামি রয়েছে। এরা হলেন, উপজেলার খাতামধুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম, বাঙালিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নাল আবেদীন, সৈয়দপুর শহর শাখার সাবেক আমির আব্দুস সামাদ আজাদ ও পৌরসভার ১৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আকতার হোসেন।

এছাড়া ১৬ জন আটক আসামির মধ্যে আদালতের জিআর, সিআর, গরু চুরি, মাদক মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। অপরদিকে আটক ব্যক্তিদের মধ্যে পুলিশ আইনের ৩৪ ধারায় ২৩ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান।

(ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :