গাজীপুরে বিএনপির ছয় কাউন্সিলর কারাগারে

ইফতেখার রায়হান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ২০:৪৪

ভাঙচুর ও নাশকতা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত ছয় কাউন্সিলরকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো ইকবাল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সকাল ১১ টায় তারা আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- গাজীপুর সিটি করপোরেশন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল সরকার, ১৯ নং ওয়ার্ডের তানভীর আহম্মেদ, ২০ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম শহীদ, ২৬ নং ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ৪৮ নং ওয়ার্ডের শফি উদ্দিন শফি ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলেক।

আদালত ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে দেশজুড়ে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও, ভাঙচুর, গাড়ি পোড়ানোসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে তারা উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত ছয় মাসের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উচ্চ আদালতের নির্দেশ পালন করেননি বিধায় জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

(ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :