সংঘর্ষ: পাবনা হাসপাতালে দেড় ঘণ্টা পর চিকিৎসাসেবা চালু

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১০:৪৪

স্টুডেন্ট নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে পাবনা জেনারেল হাসপাতালে সৃষ্টি অচল অবস্থা দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয়। তবে এ দেড়ঘণ্টার সেবা ব্যাহত হওয়ায় একজন রোগী মারা গেছেন বলে অভিযোগ স্বজনদের।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাসেবা স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান।

তিনি বলেন, ভুল বোঝাবুঝি নিয়ে চিকিৎসক ও স্টুডেন্ট নার্সদের মাঝে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রোগীর অবস্থা ভালো ছিলো না বলে মৃত্যু হয়েছে। এসব ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসাসেবা এখন অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এর আগে বেলা ১২টার দিকে রাউন্ড চলাকালে ইন্টার্নি ডাক্তারদের সাথে কথা কাটাকাটি হয় পাবনা আইডিয়াল নার্সিং ইন্সটিটিউিটের দুজন স্টুডেন্ট নার্সের। দুপুরে এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় আহত হন শোভন ও মং নামে দুই ইন্টার্নি চিকিৎসক এবং তিনজন স্টুডেন্ট নার্স।

এ ঘটনায় দেড়ঘণ্টা সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন হাসপাতালে থাকা কয়েকশ রোগী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্তিতি স্বাভাবিক করে।

(ঢাকাটাইমস/১২জুলাই/কেবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :