বর্ণবাদী মন্তব্যে এমপি বহিষ্কার, দুঃখ প্রকাশের পর প্রত্যাহার

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১০:৫৬

ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের আলাদা হয়ে যাওয়া) নিয়ে জনসমাবেশে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদ অ্যান মেরি মরিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে অবশ্য দুঃখ প্রকাশের পর তার দল এই আদেশ প্রত্যাহার করে নেয়া হয়।

ব্রিটেনের নিউটন অ্যাবট থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন মরিস।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ফলে ব্রিটেনে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে লন্ডনে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি। এ সময় তিনি বর্ণবাদী মন্তব্য করেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে ।

অ্যান মেরি মরিস নিজের পক্ষে সমর্থক করে বলেন, ‘কোনো রকম উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করিনি। তারপরেও অজান্তে যদি কোনো ভুল করে থাকি, তার জন্য ক্ষমা চাচ্ছি।’

নিজ দলের এমপিকে বহিষ্কারের বিষয়ে কনজারভেটিভ নেতা ও প্রধানমন্ত্রী টেরিজাসা মে বলেন, ‘একজন সাংসদের সম্পূর্ণ অগ্রহণযোগ্য ভাষা ব্যবহারে আমি একেবারে হতাশ।’ বিবৃতিতে তিনি বলেন, ‘সাংসদের ভাষা রাজনীতি তো দূরের কথা, বর্তমান সমাজের কোথাও বলার মতো নয়।’

হাফিংটন পোস্ট ওয়েবসাইটে প্রকাশিত এক অডিওতে মরিসের সেই মন্তব্য শোনা যায়। সেখানে ব্রেক্সিটের ফলে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে মন্তব্য করেছেন তিনি। পলিশিয়া থিংক ট্যাংকের আয়োজনে বিভিন্ন সাংসদ উপস্থিত হয়ে ব্রেক্সিট নিয়ে নিজেদের ভাবনার কথা উল্লেখ করছিলেন। সেই অনুষ্ঠানে নিজের ভাবনার কথা উল্লেখ করতে গিয়ে বর্ণবাদী মন্তব্য করে বসেন তিনি।

ঢাকাটাইমস/১২জুলাই/সিকে/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :