উইন্ডোজ ফোনের মৃত্যু ঘণ্টা!

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১২:০৯

নকিয়ার সঙ্গে গাটছড়া বেধে বাজারে ফোন এনেছিল যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইাক্রোসফট। কিন্তু অ্যানড্রয়েড ফোনের সঙ্গে টেক্কা দিয়ে সফল হতে পারেনি উইন্ডোজ ফোন। অবশেষে উইন্ডোজ ফোনের মৃত্যু ঘন্টা বাজলো। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে এখন থেকে তারা আর উইন্ডোজ ফোন তৈরি করবে না। একই সঙ্গে এই ফোনের অপারেটিং সিস্টেমের সাপোর্টও দেবে না। ফলে উইন্ডোজ ফোনে ওএস আপডেট আর মিলবে না।

বাজারে উইন্ডোজ ফোনের ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। একচেটিয়াভাবে বাজার দখল করে আছে অ্যানড্রয়েড ডিভাইস। এমনকি অ্যাপলের আইফোনের চেয়েও পিছিয়ে দিল উইন্ডোজ ফোন।

উইন্ডোজ ফোনের বাজার গত কয়েক বছর ধরেই খারাপ যাচ্ছে। নকিয়ার লুমিয়া ফোনের কিছু গ্রাহক থাকলেও তাও হাতে গোনা। এমন সময় ফোনের ওএস সাপোর্ট বন্ধ করে দেয়ার ঘোষণা উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের ভাবিয়ে তুলেছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :