মাগুরায় স্ত্রী-কন্যা হত্যায় একজনের ফাঁসি

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৪:২৯ | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১৪:০৩

মাগুরায় স্ত্রী ও পাঁচ বছরের কন্যাকে হত্যার দায়ে আমিরুল ইসলাম নামে একজনকে ফাঁসি দিয়েছে আদালত। বুধবার মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।

মৃতদণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সোবহান মোল্লার পুত্র।

মামলায় সরকার পক্ষের আইনজীবী মাগুরার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ৫ জুন সন্ধ্যায় আমিরুল তার গর্ভবতী স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনা তার পাঁচ বছরের কন্যা জামিলা খাতুন দেখে ফেললে পাষণ্ড পিতা আমিরুল তাকেও গলা টিপে হত্যা করেন। পরদিন মাগুরা সদরের মান্দারতলা এলাকার পাটক্ষেত থেকে তাদের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার হয়।

এ ঘটনার পরদিন কবিতা খাতুনের বাবা শালিখার চিলেডাঙ্গা গ্রামের রকিব মোল্লা তার জামাই আমিরুল ইসলামকে একমাত্র আসামি করে সদর থানায় মেয়ে ও নাতি হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার চার দিন পর ৯ জুন আসামি আমিরুলকে গ্রেপ্তার করে ও আমিরুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয়। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার বেলা ১২টায় আসামির উপস্থিতিতে এর রায় দেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :