মধুখালীতে নিষিদ্ধ ওষুধ রাখায় হোমিও চিকিৎসকের জেল

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুলাই ২০১৭, ২১:৫৭ | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১৮:৫৮

ফরিদপুরের মধুখালীতে নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় এক হোমিও চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল তিনটার দিকে পৌরসভা ভবনের সামনে ফাতেমা হোমিও হল নামের ফার্মেসিতে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) পারভেজ মল্লিক।

সাজাপ্রাপ্ত হোমিও চিকিৎসক মো. রফিকুল ইসলাম (৪৩) ওই ফার্মেসির মালিক। তিনি মধুখালী পৌরসভার ভাটিকান্দি গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে শতাধিক বোতল নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে ওই ফার্মেসির মালিক হোমিও চিকৎসকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী হাকিম পারভেজ মল্লিক জানান, ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে ওই হোমিও চিকিৎসক রফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :