নড়াইলে ‘সন্দেহভাজন’ ভারতীয় নাগরিক আটক

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১৯:১৬

অবৈধ অনুপ্রবেশের দায়ে নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার নাম ইয়াছিন লস্কর (৪৪)।

আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে ইয়াছিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পুলিশ ভারতের জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের কার্ড জব্দ করেছে।

ইয়াছিন ভারতের চব্বিশ পরগনা জেলার গঙ্গাচেরি এলাকার ইমান লস্করের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত তিনদিন যাবত ইয়াছিন লস্কর নড়াইলের কালিয়ার সাতবাড়িয়া গ্রামসহ পাশের এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে জানান। পরে মঙ্গলবার রাতে ইয়াছিনকে আটক করা হয়। পুলিশ তার কাছ থেকে ভারতের জাতীয় পরিচয়পত্র ছাড়াও প্যানকার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কার্ড জব্দ করেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ইয়াছিন লস্কারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :